ঢাকা, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০ ১৬:৩৩

থাইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

জরুরি অবস্থা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। ব্যাংককে বিক্ষোভ-সমাবেশ প্রতিহত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যার ফলে বড় ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে থাইল্যান্ডে। খবর বিবিসির।

এ বিষয়ে দেশটির পুলিশের বলে, ব্যাংককে বেআইনিভাবে অনেক লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের সাথে নিয়ে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে।   যার ফলে দেশটিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জরুরি অবস্থা জারির প্রয়োজন ছিল। থাই রাজা মহা ভাজিরালংকর্নের দেশে ফেরাকে কেন্দ্র করেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ড।

থাইল্যান্ডে মানবাধিকার সংস্থাগুলোর আইনজীবীরা বলেন, ইতিমধ্যে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

 

উপরে