শনিবার থেকেই জনসম্মুখে আসতে পারবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনার ওষুধের ভাল ফল হয়েছে। শনিবার থেকেই জনসম্মুখে আসতে পারবেন ট্রাম্প। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ট্রাম্পের চিকিৎসক শন কোনলি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনা চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার শরীরে করোনার ওষুধের ভাল ফল হয়েছে, তিনি এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। ট্রাম্পের সুস্থতা নিয়ে চিকিৎকদের একটি মেমো বৃহস্পতিবার রাতে প্রকাশ করে হোয়াইট হাউজ।
এদিকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হলে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন নির্বাচনের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা। ১৫ অক্টোবর দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক হবার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের।