ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ৬ অক্টোবর, ২০২০ ২১:২৩

মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্টকে ২০ বছরের জেল

অনলাইন ডেস্ক
মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্টকে ২০ বছরের জেল

ঘুষ, মানি লন্ডারিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ২০ বছরের জেলের রায় দিয়েছেন দেশটির আদালত।

আদিব দ্বীপ দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইয়ামিন। ২০১৫ সালে ইয়টে করে বোমা নিয়ে ‘স্ট্রং ম্যান’ ইয়ামিনকে গুপ্ত হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অর্থ জরিমানাও করা হয়েছে আদিবকে। ক্ষমতা থাকার সময় দেশের পর্যটন খাতকে আরও তুলে ধরার নামে দেশ থেকে অর্থ সরানোয় তাকে ২ কোটি রুপি (১ লাখ ২৯ হাজার ডলার) জরিমানা করেছে মালদ্বীপের ফৌজদারি আদালত।

এ ছাড়া আদিবের বিরুদ্ধে অভিযোগ, রিপোর্ট ডেভেলপমেন্টের নামে বিভিন্ন দ্বীপ লিজ দেওয়ায় রাষ্ট্রের ২৬ কোটি ডলার ক্ষতি হয়েছে।

আগেই কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন আদিবের সময়কার প্রেসিডেন্ট ইয়ামিনের। ২০১৩-১৮ সময়ে ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় অর্থ তছরুপ ও মানি লন্ডারিংয়ে দায়ে তাকে এই সাজা দেয় আদালত।

উপরে