যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এয়ার কানাডার উদ্যোগ
অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারী করোনা শুধু মৃত্যুর নয়, সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে ব্যাপক আঘাত হেনেছে। আর অন্যসব ব্যবসার সাথে বিমান ব্যবসাও এর বাইরে নয়। মহামারীতে কানাডার বিমান সংস্থার আয় কমেছে ৪৩ শতাংশ। সংস্থাটি জানায়, মহামারির কারণে বিমান শিল্প এখন ধ্বংসের মুখে। এরইমধ্যে তাদের কয়েক কোটি ডলার লোকসান হয়েছে। ২০১৯ সালের তুলনায় কানাডায় বিমান সংস্থার আয় কমেছে ৪৩ শতাংশ। এদিকে করোনায যাত্রীদের নিরাপত্তাসহ ভ্রমণ স্বাচ্ছন্দ্য করতে নানা উদ্যোগ নিয়েছে সংস্থাটি। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ২৫ হাজার র্যাপিড টেস্টিং কিট অর্ডার করেছে এয়ার কানাডা। এই কিটের মাধ্যমে করোনাভাইরাস দ্রুত শনাক্ত করা যাবে। পাঁচ মিনিটের মধ্যেই জানা যাবে কারো শরীরে করোনা আছে কি নেই। পরীক্ষার জন্য প্রথমে অগ্রাধিকার পাবে কর্মচারী স্বেচ্ছাসেবীরা।