ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪৩

করোনার টিকা ও মাস্ক নিয়ে সিডিসি প্রধানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব

অনলাইন ডেস্ক
করোনার টিকা ও মাস্ক নিয়ে সিডিসি প্রধানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের স্বাস্থ্য কর্মকর্তার করোনাভাইরাস সম্পর্কিত বিবৃতির বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। করোনার টিকার সময় ও মাস্কের গুরত্ব নিয়ে এবার দ্বন্দ্বে জড়িয়েছেন তারা। সেন্টার ডিজিজ ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ডা. রবার্ট  রেডফিল্ড 'দ্বিধায় ভুগছেন' বলে দাবি করেছেন ট্রাম্প।

বুধবার সিনেটে ডা. রবার্ট  রেডফিল্ড বলেন, করোনার সম্ভাব্য টিকার চেয়ে মাস্ক হয়তো করোনা প্রতিরোধে বেশি কার্যকর সুরক্ষা। আমি এতটুকুও বলতে পারি যে, করোনার টিকার চেয়ে এই ফেস মাস্ক আমাকে বেশি সুরক্ষা দেবে। কারণ কারণ আমার যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে টিকা আমাকে সুরক্ষিত রাখতে পারবে না। কিন্তু ফেস মাস্ক তা পারবে।

আইনপ্রণেতাদের প্রকাশ্য সাক্ষ্য দেওয়ার সময় ডা. রবার্ট  রেডফিল্ড আরও বলেন, আমেরিকান জনগণ এখনো সেই মাত্রায় মাস্কের ব্যবহারে অভ্যস্ত হতে পারেনি যা মহামারী ঠেকিয়ে দিতে পারে। সিডিসি পরিচালক আরও বলেন, ২০২১ সালের দ্বিতীয়ার্ধের শেষে, তৃতীয়ার্ধে করোনার টিকা আমেরিকার মানুষের জন্য সহজলভ্য হতে পারে।

তবে রেডফিল্ডের সঙ্গে একমত হতে পারেননি ট্রাম্প। তিনি বলেছেন, আমি মনে করি সে ভুল বলেছে। এগুলো ভুল তথ্য। মাস্কের চেয়ে করোনার টিকা বেশি কার্যকর হবে বলে আমি মনে করি।

এক বিবৃতিতে ডা. রবার্ট  রেডফিল্ড বলেছেন, করোনার টিকা আমেরিকার জনজীবন স্বাভাবিক করবে। বর্তমানে করোনার বিরুদ্ধে সেরা সুরক্ষা হল মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলা।

সূত্র: সিএনএন

উপরে