মুসলিম নির্যাতনের অভিযোগে চীন থেকে পণ্য আমদানি বন্ধ করলো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
চীন সরকার উইঘুর মুসলিমদের আটকে মানবাধিকার লংঘন করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে শিনজাং প্রদেশ থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ।
মার্কিন কর্মকর্তারা জানান, শিনজাংয়ে কনসেনট্রেশন ক্যাম্পে জোর করে শ্রমিকদের দিয়ে এসব পণ্য বানানো হয়েছে। তালিকায় রয়েছে গার্মেন্টস পণ্য, কটন, কম্পিউটার যন্ত্রাংশ এবং চুলের সংশ্লিষ্ট বেশ কিছু পণ্য।
যুক্তরাষ্ট্রের আরো অভিযোগ, চীন সরকারের এসব ভোকেশনাল সেন্টারে উইঘুর মুসলিমদের আটকে মানবাধিকার লংঘন করা হচ্ছে। পশ্চিমা পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, ১০ লাখেরও বেশি উইঘুরকে ক্যাম্পে আটকে চীনা কমিউনিস্ট পাপর্টির মতবাদ শেখানো হচ্ছে। যদিও বেইজিং বলছে, সন্ত্রাসবাদ রুখতেই এসব নাগরিকদের শুদ্ধি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেয়া হচ্ছে।