৯/১১’র স্মৃতি ‘কোনোদিন ভুলবেন না’ লাদেনের ভাতিজি
৯/১১ হামলার কথা স্মরণ করে ওসামা বিন লাদেনের ভাতিজি নূর বিন লাদেন বলেছেন, ভয়াবহ সেই স্মৃতির কথা কোনোদিন তিনি ভুলতে পারবেন না।
নূর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে লিখেছেন, ‘শেষ ১৯ বছর ধরে যারা এই ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন আমি তাদের সঙ্গী। আমি এমন একজন, যে কোনোদিন সেই স্মৃতি ভুলতে পারবে না।’
‘যারা এই হামলার ভুক্তভোগী তাদের পরিবার, প্রিয়জনের প্রতি আমার সমবেদনা।’
সুইজারল্যান্ডে বেড়ে ওঠা নূর যুক্তরাষ্ট্রে যান কালেভদ্রে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘একনিষ্ঠ সমর্থক’। কিছুদিন আগে বলেন, ‘পাশ্চাত্য সভ্যতা রক্ষা’ করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সবার ভোট দেয়া উচিত।
তারও আগে বেশ কয়েক বার নূরের মাথায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা হ্যাট দেখা গেছে।
৯/১১’র মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন তার কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে সমালোচিত হলেও পরিবারের অন্যরা শান্তিপূর্ণ জীবন-যাপনই করছেন। আইন নিয়ে পড়ালেখা শেষ করে নূর ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েছেন। নূরের বোন ওয়াফাহ ডুফুর সুইজারল্যান্ডের পরিচিত গায়িকা।