ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৪

করোনা শনাক্তে ফের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক
করোনা শনাক্তে ফের বিশ্ব রেকর্ড

এক সপ্তাহের ব্যবধানে নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী ফের রেকর্ড সংখ্যক মানুষ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন শনাক্ত হয়েছেন। এর আগে গত ৬ তারিখ ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন জন শনাক্ত হন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১৬৯ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ২৮ হাজার ২৮৫ জন। সুস্থ ২ কোটি ১০ লাখ ২৭ হাজার ৫৭৬ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৭ লাখ ৮ হাজার ৪৫৮ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯৮ হাজার ৫২০ জন। সুস্থ ৩৯ লাখ ৭৪ হাজার ৯৪৯ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৭৭ হাজার ৪৪ জন। মারা গেছেন ৭৯ হাজার ৭৫৪ জন।

ব্রাজিলে ১ লাখ ৩১ হাজার ৬৬৩ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৩০ হাজার ৪৫৫ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৬২ হাজার ৮১১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৫৭৮ জন।

উপরে