ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৫

উঠে যাচ্ছে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
উঠে যাচ্ছে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী বছরের জানুয়ারির ১ তারিখের পর। তখন আকাশ, নৌ ও স্থলপথে সৌদি আরবে যাওয়া যাবে। ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এর আওতায় বিশেষ শ্রেণিতে নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেয়া হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই খবর জানিয়েছে। এই বছর শেষ হওয়ার এক মাস আগেই ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দরকারি স্বাস্থ্য বিধি প্রণয়ন করবে। এমনকী পরিস্থিতির উন্নতি হলে মিলতে পারে ওমরাহ করার অনুমতিও। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৬৮ জনের।

উপরে