করোনাভাইরাস: অস্ট্রিয়ায় দ্বিতীয় দফা সংক্রমণ শুরু
অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে অস্ট্রিয়ায়। রবিবার চ্যান্সেলর সেবেস্তিয়ান কার্জ এ তথ্য জানিয়েছেন।
কার্জ জানান, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মতো অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮৬৯ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের অর্ধেকই রাজধানী ভিয়েনার বাসিন্দা।
তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় ঢেউ শুরুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।’ জনগণকে করোনার বিধিনিষেধ মেনে চলতে এবং সামাজিক যোগাযোগ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। কার্জ সতর্ক করে দিয়ে বলেছেন, বিধিনিষেধ না মানলে শিগগিরই দৈনন্দিন সংক্রমণের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।
৯০ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।