করোনাভাইরাস: ফ্রান্সে প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি শনাক্ত
অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছ করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিদিন ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রথমবার ১০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হলো সেখানে।
ফ্রান্সে দৈনিক আক্রান্তের আগের রেকর্ড হয়েছিল বৃহস্পতিবার। ওই দিন ৯ হাজার ৮৪৩ জনের করোনা পজিটিভ হয়েছিল। শনিবার (১২ সেপ্টেম্বর) তা ছাড়িয়ে গেলো।
নতুন সংক্রমণের ঢেউয়ে শুক্রবার থেকে বাড়তি বিধিনিষেধ আরোপ করেছে সরকার। প্রধানমন্ত্রী জ্য কাস্তে আরও বেশি বেশি করোনা পরীক্ষা করার ও উচ্চ সংক্রমিত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের আশ্বাস দিয়েছেন।