ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৬

সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিন দিবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিন দিবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, যদি টিকার মানবশরীরে পরীক্ষা সফল হয় তবে ২০২১ সালের শুরু থেকেই সাড়ে ৮ কোটি মানুষকে বিনামূল্যেই কোভিড-১৯ এর টিকা পাবে অস্ট্রেলিয়ানরা। দেশটির সরকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোর সঙ্গে টিকা সরবরাহ ও উৎপাদনের জন্য ১৭০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। যারা দেশটিতে অতি দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করবে। খবর বিবিসির।

সোমবারের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রাজেনেকা এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সিএসএল এর থেকে ৮ কোটি ৪০ লাখ ৮০ হাজারের বেশি টিকার ডোজ পাবে অস্ট্রেলিয়া। এই ডোজগুলোর প্রায় পুরোটাই উৎপাদন করা হবে মেলর্বোনে। ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক ভাবে ৩৮ লাখ অক্সফোর্ডের টিকার ডোজ পাবে দেশটি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২৬ হাজার ২০০ জন করোনা শনাক্ত হয়েছেন। মারা গিয়েছেন ৭৫০ জনের বেশি। সুস্থ হয়েছেন ২২ হাজার ৪০০ জন। দেশটির ভিক্টোরিয়া রাজ্যেই ১৯ হাজার ৫০০ জন করোনা শনাক্ত হয়েছেন।

উপরে