ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৭

আরও ১১৫০ কর্মী ছাঁটাই করবে বৃটিশ এয়ারলাইন ভার্জিন

অনলাইন ডেস্ক
আরও ১১৫০ কর্মী ছাঁটাই করবে বৃটিশ এয়ারলাইন ভার্জিন

করোনাভাইরাসের ধাক্কা সামাল দিতে আরও ১ হাজার ১৫০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বৃটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিক। আগামী মাসে (অক্টোবরে) ১.২ বিলিয়ন পাউন্ডের সংকটকালীন পরিকল্পনার মেয়াদ শেষে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে, বিমান পরিবহন সংস্থাটি আগামী দেড় বছর ভালো মত চলতে পারবে বলে মনে করে ভার্জিন। 

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকে সংস্থাটির ১০ হাজার কর্মীর মধ্যে এরই মধ্যে সাড়ে ৩ হাজার জন তাদের চাকরি হারিয়েছেন। 

বিশ্বব্যাপী বিমান ভ্রমণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন সিদ্ধান্ত ছাড়া টিকে থাকার জন্য উত্তম কোন উপায় নেই বলেও জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। ভার্জিন কর্তৃপক্ষ বলছে, গত ৬ মাস ধরে খুবই চ্যালেঞ্জিং সময় পার করছে ভার্জিন আটলান্টিক। এবং শুধু টিকে থাকার জন্য আরও একবার সংস্থাটিতে বড় ধরনের পরিবর্তন করতে হবে। 

 

উপরে