ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৯:০৮

পরীক্ষামূলক চীনা মহাকাশযানের সফল অবতরণ

অনলাইন ডেস্ক
পরীক্ষামূলক চীনা মহাকাশযানের সফল অবতরণ

আমেরিকার চেয়ে অনেক দিক দিয়েই এখন শীর্ষে চীন৷ এখন তারা চাইছে মহাকাশ গবেষণায়ও এগিয়ে যেতে৷ তবে ঐতিহাসিকভাবে এক্ষেত্রে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রকে টপকাতে প্রয়োজন বৃহৎ পরিকল্পনা। সেটাই করছে চীন। খবর ভয়েস অব আমেরিকার।

এবার চীনের সরকারি মাধ্যম সিনহুয়া জানিয়েছে, পরীক্ষামূলক ও পুনরায় ব্যবহারযোগ্য একটি চীনা মহাকাশযান, দু’দিন আগে উৎক্ষেপণের পর নির্ধারিত স্থানে সফল অবতরণ করেছে।

সংবাদ মাধ্যমটি এই পরীক্ষামূলক অভিযানকে সফল উল্লেখ করে জানায়, পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানের গবেষণায়, এটি এক যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে স্বল্প খরচে শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশে যাওয়া ও আসা নিশ্চিত হবে। সমীক্ষকেরা এই যানটিকে যুক্তরাষ্ট্রের বোয়িং মহাকাশযান, ইউএস এয়ারফোর্স এক্স-৩৭বি'র সঙ্গে তুলনা করেছেন।

উপরে