ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৮

করোনায় মৃত্যু; ৯০ শতাংশের বেশি চল্লিশোর্ধ্ব

নিজস্ব প্রতিবেদক
করোনায় মৃত্যু; ৯০ শতাংশের বেশি চল্লিশোর্ধ্ব

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের ৯০ শতাংশের বেশি চল্লিশোর্ধ্ব। স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণে এতথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন। 

করোনায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২ জন। এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ২১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন। বয়স বিশ্লেষণে মোট মৃতের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী ১৯ জন (শূন্য দশমিক ৪৩ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৩৭ জন (শূন্য দশমিক ৮৪ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১০৫ জন (দুই দশমিক ৩৮ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৬৭ জন (ছয় দশমিক শূন্য ৫ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫৮৫ জন (১৩ দশমিক ২৬ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ২০৮ জন (২৭ দশমিক ৩৮ শতাংশ) এবং ৬০ বছরের বেশি বয়সী দুই হাজার ১৯১ জন (৪৯ দশমিক ৬৬ শতাংশ) রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।

 

উপরে