ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৩:১১

মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত: খামেনি

অনলাইন ডেস্ক
মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত: খামেনি

গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তির ঘোষণা দেয়া আমিরাত। তারই জের ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ করেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সংযুক্ত আরব আমিরাত। 

মঙ্গলবার তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ইসলামি বিশ্ব, আরব জাতি, আঞ্চলিক দেশ ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতা অবশ্যই দীর্ঘদিন টিকবে না। তবে এই কলঙ্ক তাদের সঙ্গে থাকবে।’

মঙ্গলবার খামেনি বলেছেন, ‘আমি আশা করি আমিরাত শিগগিরই জেগে উঠবে এবং তারা যা করেছে তার জন্য ক্ষতিপূরণ দেবে। আমিরাতের শাসকরা ইহুদিদের জন্য এই অঞ্চলের দরজা খুলে দিয়েছে এবং তারা ফিলিস্তিনকে উপেক্ষা করেছে এবং এই প্রশ্নটিকে স্বাভাবিক করে ফেলেছে।’

 

উপরে