ফ্লোরিডায় শূকর খেতে বাধ্য করা হচ্ছে মুসলিম বন্দিদের
ইসলাম ধর্মালম্বীদের জন্য শূকর খাওয়া নিষিদ্ধ। কিন্তু ফ্লোরিডার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক অভিবাসী বন্দি শিবিরে মুসলিম বন্দিদের শূকর খেতে বাধ্য করা হচ্ছে। তাদের বারবার শূকর বা শূকর-জাতীয় পণ্য দিয়ে তৈরি খাবার দেওয়া হচ্ছে। এমন অভিযোগ করেছেন দেশটির আইনি ও নাগরিক অধিকার বিষয়ক আইনজীবিদের একটি দল। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়, ইসলাম ধর্মালম্বীদের জন্য শূকর খাওয়া নিষিদ্ধ। কিন্তু ফ্লোরিডার ক্রোম বন্দি শিবিরে তাই খাওয়াতে বাধ্য করা হচ্ছে মুসলিম বন্দিদের। শিবিরটিতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রদত্ত সকল প্রকার হালাল খাবার হয়তো মেয়াদোত্তীর্ণ বা নষ্ট থাকে। এমতাবস্থায় শূকর খেতে বাধ্য হচ্ছেন মুসলিম বন্দিরা। আইনজীবীদের সংগঠন মুসলিম এডভোকেটস অ্যান্ড আমেরিকানস ফর ইমিগ্রেশন জাস্টিস জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে নষ্ট খাবার খেতে দেওয়া হচ্ছে ক্রোম বন্দি শিবিরে।