প্রণব মুখার্জি মারা গেছেন
অনলাইন ডেস্ক
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে তিনি দিল্লির সেনা হাসপাতাল মৃত্যুবরণ করেন।
গত তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখার্জি। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। তার আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি। ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যায় ভুগছেন প্রণব। গতকাল রোববার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রণব মুখার্জি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার কিডনির অবস্থার উন্নতি হয়েছে।