আমিরাত-ইসরাইলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু
অনলাইন ডেস্ক
শান্তিচুক্তির অংশ হিসেবে প্রথমবারের মতো ইসরাইলের সাথে আরব আমিরাতের বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করেছে। ইসরাইলের ও আমেরিকার একটি প্রতিনিধি দল ৩ ঘণ্টার পথ অতিক্রম করে আমিরাতে আসছে। ফ্লাইটটি সৌদি আরবের আকাশপথ ব্যবহার করবে। অন্যসময় সাধারণত ইসরাইলের জন্য সৌদির আকাশ পথ ব্যবহার নিষিদ্ধ ছিল। খবর বিবিসির।
দুপুর তিনটায় আবুধাবি বিমানবন্দরে ইসরেইলের বিমানটি অবতরণের কথা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার আমিরাত থকেও একটি ফ্লাইট তেলআবিবের উদ্দেশে যাবার কথা রযেছে বলে জানায় রয়টার্স।
ইসরাইল ১৯৪৮ সালে রাষ্ট্র হিসেবে গঠিত হওয়ার পর তৃতীয় আরব দেশ হিসেবে আমিরাত তাদেরকে স্বীকৃতি দিয়েছে। গত শনিবার আমিরাত ১৯৭২ সাল থেকে ইসরাইলকে বয়কট করার কার্যকর একটি আইনের পরিবর্তন আনে। এ মাসের প্রথম দিকে দেশ দুটির মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ চালু করা হয়েছিল।