কারবালায় হাজারো শিয়া মুসলিম
অনলাইন ডেস্ক
আশুরা উপলক্ষ্যে ইরাকের কারবালায় ইমাম হোসেন ও ইমাম আব্বাসের মাজারে জড়ো হয়েছেন হাজারো শিয়া মুসলিম। ইমাম হোসেনের শাহাদাত স্মরণে তাজিয়া মিছিল বের করেন তারা।
এসময় নিজেদের শরীরে ছুরির গোছা দিয়ে আঘাত করতে থাকেন। মাতম করেন, ইয়া হোসেন, ইয়া হোসেন বলে।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে তাজিয়া মিছিল হয়েছে ইরান, পাকিস্তানে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও কঠোর নিরাপত্তার মধ্যে পবিত্র আশুরা পালিত হয়।
প্রসঙ্গত, হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। বছর ঘুরে সে দিনটি এলেই অশ্রুসজল হয় কারবালা। করোনা মহামারির মধ্যে এ বছর দিনটি এসেছে ভিন্নভাবে।