ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৮ আগস্ট, ২০২০ ২২:৪২

মালয়েশিয়ায় লকডাউন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় লকডাউন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

মালয়েশিয়ার রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) লকডাউন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সাথে চলমান স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) সহ সকল কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিনিষেধগুলো ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। 

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টায় জাতির উদ্দেশ্য এক ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াসিন (tun seri Muhyiddin yesin) এ ঘোষণা দেন।  প্রধানমন্ত্রীর ভাষণটি রেডিও টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হয়েছে । 

তিনি এসময় আরো বলেন, জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে লকডাউনের সর্বশেষ আপডেট জানার জন্য।  আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছরের শেষ পর্যন্ত আরএমসিও বর্ধিত করেছি।  যেসব এলাকায় কোভিড-১৯ সংক্রমন বেশি দেখা যাবে সে সব এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হবে। 

উল্লেখ্য, মালয়েশিয়া করোনা ভাইরাস সংক্রমন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েকমাস যাবত সংক্রমণ সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।  মৃত্যুর কথাও শুনা যায়নি।  এদিকে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী ও কমিউনিটিতে এ খবর প্রকাশের পর একরকম চিন্তার ভাঁজ পড়েছে।  কারণ এই লকডাউনে বিমান চলাচল যেমন স্বাভাবিক হচ্ছে না তেমনি এখনও বিভিন্ন কল কারখানা ও কোম্পানি বন্ধ রয়েছে।  বেকার রয়েছে লাখ লাখ শ্রমিক।  আর্থিক ও বিভিন্ন সংকটে রয়েছে দেশটিতে সকল অভিবাসী শ্রমিকেরা। 

 

 

উপরে