ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ আগস্ট, ২০২০ ১২:২৬

রিপাবলিকান সম্মেলনে নাগরিকত্ব প্রদানে ট্রাম্প

অনলাইন ডেস্ক
রিপাবলিকান সম্মেলনে নাগরিকত্ব প্রদানে ট্রাম্প

নেয়ামত আওয়াদেলসেত বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য অপেক্ষা করছিলেন। কখনো কল্পনা করেননি প্রেসিডেন্টের উপস্থিতিতে হোয়াটহাউস থেকে নাগরিকত্ব পাবেন। সুদানের এ নারী জানতেনও না রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে ঘটা করে টেলিভিশনে প্রচার করে নাগরিক হিসেবে বরণ করে নেওয়া হবে তাকে। খবর ওয়াশিংটন পোস্টের।

মঙ্গলবার রাতে দলটির সম্মেলনে আরো চারজনকে এভাবে আয়োজন করে নাগরিক হিসেবে বরণ করে নেওয়া হয়। রেকর্ড করা অনুষ্ঠানটি সম্মেলনের গুরুত্বপূর্ণ সময়ে প্রচার কার হয়। যা কয়েক মিলিয়ন মানুষ পর্দায় দেখেছেন। তবে সমালোচকরা এ আয়োজনকে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেন্টস বিরোধী মনোভাবকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা বলে অভিযোগ করছেন।

গত ৪ বছর ট্রাম্প সরকার নাগরিকত্ব প্রদানে কয়েক দফা আইন পরিবর্তন করতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করলেও এখন নির্বাচনকে সামনে রেখে ঘোর পাল্টে বিপরীত রুপ দেখাচ্ছে বলে সমালোচনা হচ্ছে। নেয়ামত ২০১৮ সালে নাগরিকত্বের জন্য আবেদন করলেও দীর্ঘ সমেয় পর গত ৩ সপ্তাহ আগে নাগরিকত্ব প্রদানের জন্য তার সাক্ষাৎকার নেওয়া হয়। হঠাৎ করেই এ আয়োজন সম্পর্কে কিছুই জানতো না নেয়ামত।

২০০০ সালের শুরু থেকেই পড়াশোনার জন্য তিনি যুক্তরাষ্ট্রে আসেন। এ দশকের আগেই নাগরিক হওয়ার যোগত্যা অর্জন করেন বলেও জানান তিনি। অন্যদিকে রাষ্ট্রিয় ভবন ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করায় এরইমধ্যে ট্রাম্পের ব্যাপক সমালোচনা হচ্ছে। তাছাড়া ট্রাম্পের কারণে অনেকে নাগরিকত্ব পাচ্ছেন না বলেও অভিযোগ ওঠেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে বেশ কয়েকটি দেশ থেকে নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। সেসব দেশের মধ্যে সুদানও অন্যতম ছিল ।

উপরে