ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ আগস্ট, ২০২০ ১২:০৭

ট্যারেন্টের সাজা নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যা বললেন

অনলাইন ডেস্ক
ট্যারেন্টের সাজা নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যা বললেন

নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় গুলি চালিয়ে ৫১ জন নিরিহ মুসলিমকে হত্যার ঘটনায় উগ্রপন্থী ব্রেন্টন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন দেশটির আদালত। আর এই রায়কে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

তিনি বলেন, তার আজীবন সম্পূর্ণ ও একদম নীরবতা প্রাপ্য। ১৫ মার্চের যন্ত্রণা সহজেই নিরাময়যোগ্য না। কিন্তু আজ, আমার প্রত্যাশা, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সন্ত্রাসীদের নাম উচ্চারণ কিংবা শোনার কোনো অজুহাত আমাদের থাকার দরকার নেই।   বৃহস্পতিবার সাদা শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিউজিল্যান্ডের আদালত। সাজার রায়ে এই ঘৃণ্য অপরাধীর জন্য কোনো প্যারোলের সুযোগ রাখা হয়নি।

দেশটিতে এই প্রথমবারের মতো কোনো অপরাধীকে এমন শাস্তি দেয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে।

 

উপরে