ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৬ আগস্ট, ২০২০ ১৪:৩১

ফের বাড়ল সংক্রমণ হার, ২৪ ঘণ্টায় মৃত্যুও ছাড়াল হাজারের গণ্ডি

অনলাইন ডেস্ক
ফের বাড়ল সংক্রমণ হার, ২৪ ঘণ্টায় মৃত্যুও ছাড়াল হাজারের গণ্ডি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ। মৃতের সংখ্যা ৫১ হাজার পেরিয়েছে। দেশে একদিনে আরও ৮৭৬ জনের মৃত্যু। আরও কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। আশা জাগিয়ে বাড়ল একদিনে সুস্থতার হার।   প্রতি এলাকায় ১০ টি পরিবারের দায়িত্ব নেবে যুবশক্তির সদস্যরা, ভিডিয়ো বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

-- গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩২০০। তবে বেড়েছে সুস্থতার হারও।

-বাংলার নিউটাউনে প্রথম ব়্যাপিড টেস্টিং সেন্টার চালু হল।

-করোনা আক্রান্ত ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৈঠকের পরদিনই সংক্রমিত হয়েছেন তিনি

-রাজস্থানে করোনা আক্রান্ত আরও ৬৯৯ জন।

-গত ২৪ ঘণ্টায় দেশে আট লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

-পরপর তিনদিন সংক্রমণ কমার পর একলাফে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩১ জন। মৃত্যু হয়েছে ১০৯২ জনের।

-দক্ষিণ কোরিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। সেখান থেকেই করোনা ছড়াচ্ছে বলে মনে করছে প্রশাসন।

-ব্রাজিলে করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি ছাড়াল। মৃতের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার।

-অস্ট্রেলিয়ায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। জানালেন সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন।

-মহামারী আবহেও উত্তরপ্রদেশে জালুন জেলার এক সরকারি স্কুলে ক্লাস চলছে। স্কুলে আসছেন খুদে পড়ুয়ারাও।

-১৫ অগস্ট থেকেই দৈনিক সংক্রমিতের সংখ্যা একটানা কমেছে। ৬৫ হাজার, ৬৩ হাজার, ৫৭ হাজার থেকে কমে আজ তা ৫৫ হাজারের ঘরে নেমেছে। সারা দেশে কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন প্রায় ২০ লক্ষ মানুষ, যে সংখ্যাটা মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যার ২.৯৩ গুণ। দৈনিক সুস্থের গড় এখন ৫৫ হাজারের বেশি। ক্রমাগত পরীক্ষার ফলে সংক্রমণের হার ১০.০৩ শতাংশ থেকে ৭.৭২ শতাংশে নেমে এসেছে। কমেছে মৃত্যুও।

-জুলাইয়ের প্রথম সপ্তাহে যেখানে ২.৩০ লক্ষ পরীক্ষা হত, সেখানে এখন সংখ্যাটা ৯ লক্ষ ছুঁইছুঁই করছে। স্বাস্থ্যসচিব জানান, আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে এত বেশি পরীক্ষার ফলই প্রতিফলিত হচ্ছে আশাব্যঞ্জক পরিসংখ্যানে। দ্রুত সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসা শুরু করতেও বিলম্ব হচ্ছে না। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বিদেশি সাংবাদিক ও তাদের পরিবারকে ভারতে আসার অনুমতি দেওয়া হচ্ছিল না। আজ থেকে আবার সেই ছাড়পত্র দেওয়া হচ্ছে।

-করোনা সংক্রমণ থেকেই সুস্থ হলেই বাজিমাত! গোড়াতে এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু সেই আশাতেও এ বার কার্যত জল ঢালছেন চিকিৎসকেরা। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরে রোগীদের একাংশের শারীরিক অবস্থার নতুন করে অবনতি, এমনকি মৃত্যুর ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে স্বাস্থ্যকর্তাদের। মৃদু উপসর্গ ছিল যাঁদের, তাঁরাও সুস্থ হওয়ার বেশ কিছু দিন পরে আক্রান্ত হচ্ছেন নানাবিধ জটিল শারীরিক সমস্যায়। যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু গত কাল মাঝরাতে অসুস্থতার কারণে ফের ভর্তি হন এমসে।

-রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের কোটায় ঢুকে পড়েছিল আগেই। এ বার তা আরও বাড়ল। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে নোভেল করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন, দৈনিক সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। সোমবার এই সংখ্যাটা ৩ হাজার ৮০ এবং রবিবার ৩ হাজার ৬৬ ছিল। গত দু’দিনের তুলনায় এ দিন যদিও মৃত্যুর ঘটনা বেড়েছে রাজ্যে। সোমবার রাজ্যে ৪৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছিলেন। রবিবার প্রাণ হারান ৫১ জন করোনা রোগী। এ দিন মৃত্যুসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫।

-রাশিয়ার দাবি, ভারত ছাড়াও ‘স্পুটনিক-ভি’ হাতে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রাজিল, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতো বিভিন্ন দেশ। বিশ্বের অন্যান্য দেশে টিকা তৈরি ও প্রচারের ক্ষেত্রে বিনিয়োগের দায়িত্ব সামলাচ্ছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।

উপরে