আবেগময় বক্তব্যে ভোট চাইলেন ট্রাম্প পরিবার
যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে আবেগময় বক্তব্যে দিয়েছেন মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের সদস্য ও রিপাবলিকান নেতারা। এপি, সিএনএন, ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ডোনাল্ড ট্রাম্পকে একজন সত্যিকারের মানুষ বলে মন্তব্য করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রিপাবলিকান সম্মেলনের দ্বিতীয় দিনে এই মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে দেয়া ভাষণে তিনি বলেন, ‘ডোনাল্ড সমসময়ই প্রকাশ্য। আপনি পছন্দ করেন কি করেন না। সে যা ভাবে তাই বলে।’
মহামারীতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ব্যক্ত করে মেলানিয়া বলেন, ‘আপনারা একা নন। ট্রাম্প প্রশাসন কার্যকরী টিকা এবং চিকিৎসার হালনাগাদে কাজ করে যাচ্ছে।’
সম্মেলনে ট্রাম্প জুনিয়র বলেন, ‘অর্থনীতিতে ট্রাম্পের নীতি রকেটের জ্বালানির মতো।’ এদিন বাবার পক্ষে সাফাই গাইলেও তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমালোচনা।
তিনি বলেন, ‘বাইডেনের উগ্র বামপন্থী নীতি আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার থামিয়ে দেবে।’ তার বাবা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন যুক্তরাষ্ট্র যা যা অর্জন করেছে ডেমোক্র্যাটরা সেগুলো বাতিল করে দেবে বলেও সতর্ক করেন জুনিয়র।
ট্রাম্পপুত্র বলেন, ‘বাইডেন আপনার পকেটের অর্থ বের করে তা পানিতে ভাসিয়ে দেয়ার প্রতিজ্ঞা করেছেন। এটা বোধগম্যই, কারণ জো বাইডেন হচ্ছেন জলাভূমির লচ নেস মনস্টার (পৌরাণিক দানব)। গত অর্ধ-শতাব্দী ধরে তিনি সেখানেই ঘোরাফেরা করছেন।’
ট্রাম্পের কন্যা টিফানি ট্রাম্প তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন,‘আপনারা বাগাড়ম্বর নয়, ফলাফল ও কাজের ওপর ভিত্তি করে ভোট দিন। ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প বাইডেনকে ‘চীনের প্রতি অনুগত’ বলে মন্তব্য করে বলেন, ‘বাইডেন নির্বাচিত হলে সন্ত্রাসীরা স্বস্তি পাবে।’
দ্বিতীয় দিনের সম্মেলনে ট্রাম্পের পক্ষে বার্তা দেন উইসকনসিনের কৃষক ও নেটিভ আমেরিকান নেতা মাইনি লবস্টারম্যান, গর্ভপাতবিরোধী অধিকার কর্মী অ্যাবে জনসন এবং জনপ্রিয় ইভাঞ্জেলিক্যান নেতা বিলি গ্রাহামের নাতনি সিসি গ্রাহাম লিয়ান্স ।
মাইনি বলেন, ‘ট্রাম্প সাধারণ পরিবারগুলোর জন্য কাজ করেছেন।’ অ্যাবে জনসন বলেন, ‘ট্রাম্প অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে জন্ম না নেয়া শিশুদের অনেক কিছু করেছেন। তিনি গর্ভপাতে সরকারী ভর্তুকি দেয়া বন্ধ করেছেন।’ সিসি গ্রাহাম বলেন, এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। যদিও সিএনএন ফ্যাক্ট চেক বলেছে, সাবেক প্রেসিডেন্ট ওবামা, জর্জ বুশ, রোনাল্ড রিগানরা অনেকবার জাতিসংঘে ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী ল্যারি কুদলো কোভিড মহামারীতে অর্থনীতি চালু করে দেয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমরা অর্থনীতি পুনরুদ্ধারকে বেছে নিয়েছি।’
ফ্লোরিডার লেফটেন্যান্ট গর্ভনর জেনেটি নুয়েজ বলেন,‘কিউবা থেকে আসা অভিবাসীর সন্তান হিসেবে আমি জানি সমাজতন্ত্র কখনোই সুযোগ দেয় না, বরং কেড়ে নেয়। এই নির্বাচন সমাজতন্ত্র ও পুঁজিবাদের মধ্যে একটিকে বেছে নেয়ার নির্বাচন।’
কেনচুকির কিশোর নিকোলাস স্যান্ডম্যান মার্কিন গণমাধ্যমগুলোর নিন্দা জানিয়ে বলেন, ট্রাম্প এবং রিপাবলিকান দল গণমাধ্যমের অনায্য নীতির শিকার হয়ে আসছে। প্রসঙ্গত নিকোলাস কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন এবং পরে দ্য ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন’এর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরায়েল সফরে গিয়ে জেরুজালেম শহরের একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে যেভাবে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক সাফল্য তুলে ধরেছেন, সেই বিষয়টিকেও দৃষ্টিকটু মনে করছেন সমালোচকরা৷ উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে হোয়াইট হাউস৷