ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ আগস্ট, ২০২০ ১১:৩৫

‘কিছু গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর’

অনলাইন ডেস্ক
‘কিছু গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সম্প্রতি ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর পরিবেশন করেছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন।

নিজেদের ফেসবুক পাতায় দেয়া বিবৃতিতে হাই কমিশন বলেছে, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম ভারত-বাংলাদেশ সম্পর্কের সামান্য বোধগম্যতা নিয়ে উদ্দেশ্যমূলক, ভুল এবং অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করছে। এ জাতীয় খারাপ প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর।

গভীর বন্ধুত্বপূর্ণ দুই প্রতিবেশির মধ্যে দ্বিপাক্ষিক যে বন্ধন, তার অংশ হিসাবে এই সফর ছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

তবে কোন কোন খবরকে হাই কমিশন বিভ্রান্তিকর মনে করছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, ১৮ আগস্ট দুই দিনের আকস্মিক সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

উপরে