ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
অনলাইন ডেস্ক
ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ। শনিবার ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করায় এই ড্রোন ভূপাতিত করা হয়।
তবে এ বিষয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সি’র।
বারবার ইসরায়েল কর্তৃক আকাশ সীমা লঙ্ঘন করায় জাতিসংঘে অভিযোগ জানিয়েছে লেবানন। জুন মাসে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, গত বছর ইসরায়েল ২ হাজার ২৯০ বার লেবাননের ভূখণ্ডের সার্বভৌমত্ব ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, ২০২০ সালে প্রথম পাঁচ মাসেই ইসরায়েল ২৫০ বার আকাশ সীমা লঙ্ঘন করেছে।