ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২২ আগস্ট, ২০২০ ১২:৪৬

পরীক্ষার জন্যে মেক্সিকোয় করোনার ভ্যাকসিন পাঠাচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক
পরীক্ষার জন্যে মেক্সিকোয় করোনার ভ্যাকসিন পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়া মানব শরীরে তৃতীয় ধাপের পরীক্ষার জন্যে তাদের তৈরি স্পুটনিক ভি করোনার ভ্যাকসিন ২ হাজার ডোজ মেক্সিকোয় পাঠাবে।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এবার্ড এ কথা জানান।

আল ইউনিভার্সেল পত্রিকায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর জন্যে মেক্সিকোকে ২ হাজার ডোজ করোনার টিকা দেয়ার প্রস্তাব করেছে রাশিয়া। সেপ্টেস্বরে এ পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাশিয়া স্পুটনিক ভি নামের করোনা ভ্যাকসিন আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে বিশ্বে এ ক্ষেত্রে প্রথম দেশের খাতায় নাম লেখায়।

উপরে