ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২২ আগস্ট, ২০২০ ১২:১৭

ভিসা জালিয়াতি করে ২ কোটি ডলার উপার্জন, যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেফতার

অনলাইন ডেস্ক
ভিসা জালিয়াতি করে ২ কোটি ডলার উপার্জন, যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেফতার

জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা পাইয়ে দেয়ার অবৈধ বাণিজ্য করে আসছিলেন ভারতীয় নাগরিক আশীষ সোনি। এই কাজ করে পাঁচ বছরে অন্তত ২ কোটি ডলার আয় করেছেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।

গতকাল শুক্রবার কেন্দ্রীয় কৌঁসুলীরা জানিয়েছেন, ওই ভারতীয়র বিরুদ্ধে ভিসা জালিয়ারিত ষড়যন্ত্র এবং জাল জালিয়াতি করে এইচ-১বি ভিসাই পাইয়ে দিতে বিদেশীদের প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়েছে।

তারা আরো বলেছেন, ৪৮ বয়সী আশীষ জাল এইচ-১বি ভিসা আবেদনের জন্য চারটি করপোরেটকে ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদেশীদের যুক্তরাষ্ট্রে বসবাস ও আর্থিক সুবিধা দেয়ার কথা বলে প্রলুব্ধ করা এবং প্রতারণা ধামাচাপা দেয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। এই কাজ করে তিনি ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ২ কোটি ১০ লাখ ডলার মুনাফা করেছেন।

আশীষ যদি এসব অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে যুক্তরাষ্ট্রের দণ্ডবিধি অনুযায়ী তিনি ১০ বছরের সাজা পাবেন। 

সূত্র: পিটিআই

 

 

উপরে