ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৯ আগস্ট, ২০২০ ১৫:১৪

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামক একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে বুধবার (১৯ আগস্ট) ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মাত্র ছয় মিনিটের ব্যবধানে ভূমিকম্প দু’টি আঘাত হানে বলে দেশটির আবহাওয়া ও জিওফিজিক এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে।

স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেংকুলু থেকে ১৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে। এর ঠিক ছয় মিনিট পরই স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেংকুলু থেকে ৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৮৬ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূমিকম্প দু’টির কম্পন পার্শ্ববর্তী মুকোমুকো, সেলুমা ও কেপাহিয়াং শহরসহ প্রতিবেশি দেশ সিঙ্গাপুরেও অনুভূত হয়েছে।

উপরে