ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামক একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে বুধবার (১৯ আগস্ট) ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মাত্র ছয় মিনিটের ব্যবধানে ভূমিকম্প দু’টি আঘাত হানে বলে দেশটির আবহাওয়া ও জিওফিজিক এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে।
স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেংকুলু থেকে ১৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে। এর ঠিক ছয় মিনিট পরই স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেংকুলু থেকে ৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৮৬ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূমিকম্প দু’টির কম্পন পার্শ্ববর্তী মুকোমুকো, সেলুমা ও কেপাহিয়াং শহরসহ প্রতিবেশি দেশ সিঙ্গাপুরেও অনুভূত হয়েছে।