ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৯ আগস্ট, ২০২০ ০৪:৫৩

রাশিয়ার ভ্যাকসিন নেবে মেক্সিকো

অনলাইন ডেস্ক
রাশিয়ার ভ্যাকসিন নেবে মেক্সিকো

রাশিয়ার কাছ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ মানুয়েল লোপেজ অবরাদর। সোমবার তিনি বলেন, রাশিয়ান ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে তিনি প্রথম অন্যতম গ্রাহক হবেন।

লোপেজ তার দৈনিক ব্রিফিংয়ে বলেন, আমি প্রথম এই ভ্যাকসিন নিতে চাই কারণ এটি আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটির কার্যকর তা প্রমাণিত এবং সবার জন্য সহজলভ্য হতে হবে।

মেক্সিকান নেতা বলেন, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া অথবা চীনের কাছে পৌঁছে যাবেন যদি তারা প্রথম কার্যকর ভ্যাকসিন তৈরি করে থাকে। তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আদর্শিক বিষয় নয়, স্বাস্থ্যের বিষয়টি সবার আগে।

প্রসঙ্গত, রাশিয়া গত সপ্তাহে বিশ্বে প্রথম করোনাভাইরাসের টিকা অনুমোদনের ঘোষণা দেয়। তবে পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীরা এই ভ্যাকসিনের সমালোচনা করে বলেছে, এটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হতে হলে আরও যাচাই প্রয়োজন।

 

উপরে