ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ আগস্ট, ২০২০ ১৭:১৫

মক্কা-মদিনার দুই মসজিদে উচ্চপদে ১০ নারী

অনলাইন ডেস্ক
মক্কা-মদিনার দুই মসজিদে উচ্চপদে ১০ নারী

সৌদি আরবে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরিচালনা কমিটির উচ্চ পদে ১০ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। তারা মসজিদের প্রশাসনিক এবং কারিগরিসহ অন্যান্য দায়িত্ব পালন করবেন। 

সম্প্রতি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, এই নিয়োগের উদ্দেশ্য হলো ‘যোগ্যতা এবং দক্ষতাসম্পন্ন সৌদি নারীর ক্ষমতায়ন’।

২০১৮ সালেও এই দুই মসজিদে ৪১ জন নারী নিয়োগ দিয়েছিল সৌদি আরব।  ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে নারীর কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যা দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং তেলের প্রতি নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে।

দেশটির সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে সৌদি আরবে শ্রমজীবী নারীর সংখ্যা ১.০৩ মিলিয়নে পৌঁছেছে, যা মোট শ্রমশক্তির ৩৫ শতাংশ।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে কয়েক বছর ধরেই নারীদের গাড়িচালনার অধিকার, স্টেডিয়ামে পুরুষদের সঙ্গে খেলা দেখা, সিনেমা হল চালু বেশ কিছু তুলনামূলক উদারপন্থি উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র : খালিজ টাইমস 

 

উপরে