ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ আগস্ট, ২০২০ ১৩:৫৯

গভীর রাতে হাসপাতালে ভর্তি অমিত শাহ

অনলাইন ডেস্ক
গভীর রাতে হাসপাতালে ভর্তি অমিত শাহ

গভীর রাতে দিল্লির এইমসে ভর্তি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, শরীরে ব্যথা অনুভব করায় রাত ২টায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

জানা গেছে ওল্ড প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়েছে মন্ত্রীকে। এইমসের মিডিয়া ও প্রোটোকল বিভাগ প্রেস রিলিজে জানিয়েছে, গত ৩-৪দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছেন অমিত শাহ। পাশাপাশি রয়েছে ক্লান্তিও। সেজন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। ফের করোনা টেস্ট করা হয়েছে অমিত শাহর। আবারও নেগেটিভ এসেছে। আপাতত হাসপাতাল থেকেই কাজ করবেন তিনি, জানানো হয়েছে এইমসের তরফে।   উল্লেখ্য, ২ আগস্ট করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে টুইটারে জানিয়েছিলেন অমিত শাহ। সুস্থ থাকা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও জানিয়েছিলেন। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৪ আগস্ট অর্থাৎ শুক্রবার নমুনা করোনা নেগেটিভ আসায় অমিত শাহকে ছেড়ে দেয় হাসপাতাল। শুক্রবারই টুইট করে সুখবর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সোমবার দিবাগত গভীর রাতে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে।

 

উপরে