লকডাউন শিথিল হচ্ছে দক্ষিণ আফ্রিকায়
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে। করোনা সংক্রমণের সংখ্যা চূড়ান্তে পৌঁছে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান সোমবার থেকে লকডাউন শিথিল করা হবে। এতে করে দেশটির অর্থনীতি আবারো সচল হবে। এছাড়া লকডাউনের কারণে অভ্যন্তরীণ যাতায়াতের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা উঠে যাবে। পাশাপাশি অ্যালকোহল ও তামাকের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
আফ্রিকার করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকই দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। মারা গেছে ১১ হাজার ৫শ মানুষ।