ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৩ আগস্ট, ২০২০ ২১:০৯

বৈরুত বিস্ফোরণে ক্ষতি দেড় হাজার কোটি ডলার

অনলাইন ডেস্ক
বৈরুত বিস্ফোরণে ক্ষতি দেড় হাজার কোটি ডলার

লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির ক্ষমতা থেকে সরে যেতে জয়েছে বর্তমান সরকারকে। খবর বিবিসির।

ব্যাপক প্রাণহাণির মধ্যে এ বিস্ফোরণে দেশটির এক হাজার ৫০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন।

বৈরুত বন্দরের একটি গুদামে গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া এক লাখের বেশি শিশুসহ মোট তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। নিখোঁজ আছেন শতাধিক মানুষ। ওই গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল, যা সার ও বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়।

প্রেসিডেন্ট মিশের আউন পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত হাসান দিয়াবকে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সরকার পতনের পরেও দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

 

উপরে