বৈরুত বিস্ফোরণে ক্ষতি দেড় হাজার কোটি ডলার
লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির ক্ষমতা থেকে সরে যেতে জয়েছে বর্তমান সরকারকে। খবর বিবিসির।
ব্যাপক প্রাণহাণির মধ্যে এ বিস্ফোরণে দেশটির এক হাজার ৫০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন।
বৈরুত বন্দরের একটি গুদামে গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া এক লাখের বেশি শিশুসহ মোট তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। নিখোঁজ আছেন শতাধিক মানুষ। ওই গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল, যা সার ও বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়।
প্রেসিডেন্ট মিশের আউন পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত হাসান দিয়াবকে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সরকার পতনের পরেও দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।