ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ আগস্ট, ২০২০ ০৭:২৪

বৈরুত বিস্ফোরণ: পদত্যাগ করলো লেবানন সরকার

অনলাইন ডেস্ক
বৈরুত বিস্ফোরণ: পদত্যাগ করলো লেবানন সরকার

বৈরুত বিস্ফোরণের পর টানা বিক্ষোভে চাপের মুখে পদত্যাগ করেছে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব সহ পুরো মন্ত্রীসভা। এ কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের পদত্যাগের ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে একে একে পদত্যাগ করেন দেশটির তথ্য, পরিবেশ, অর্থ আর আইন মন্ত্রী। সরে দাঁড়ান বেশ কয়েকজন এমপিও। বৈরুত বিস্ফোরণে সরকারের অবহেলা আর দুর্নীতির অভিযোগ এনে গত পাঁচ দিন ধরে বিক্ষোভে উত্তাল লেবানন।

বিভিন্ন মন্ত্রনালয় ঘেরাও ও ভাংচুর করে বিক্ষোভকারীরা। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকশো মানুষ। এদিকে লেবাননকে জরুরী মানবিক সহায়তায় বাংলাদেশের পক্ষ থেকে ৯ টন খাদ্য ও দুই টন চিকিৎসা সামগ্রী পৌঁছেছে দেশটিতে।

 

উপরে