ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১০ আগস্ট, ২০২০ ১২:০৫

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আঘাত হেনেছে প্রায় ১০০ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে আঘাত হানে এ কম্পন।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১, যা গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে। শক্তিশালী এ ভূকম্পন সুদূর ভার্জিনিয়া থেকেও অনুভব করা গেছে। তবে এখন পর্যন্ত এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ১৯২৬ সালের ৮ জুলাই নর্থ ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। এছাড়া ১৯১৬ সালে স্কাইল্যান্ডে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার রেকর্ড রয়েছে।

 

উপরে