ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ৫ আগস্ট, ২০২০ ০০:০৮

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরন, নিহত ১০

অনলাইন ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরন, নিহত ১০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু লোক নিহত হয়েছে বলে বিবিসি এক খবরে জানা যায়।

নগরীর বন্দর এলাকায় বিস্ফোরণটি কী কারণে ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে ধুয়োর কুন্ডলি এবং ভবনের ধ্বংসাবসেস।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ধ্বংসস্তূপ থেকে ১০ টি মরদেহ বের করে আনা হয়েছে।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তবে কিছু প্রতিবেদন থেকে জানা গেছে এটি কোনও দুর্ঘটনা হতে পারে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে একটি ডিপো থেকে বন্দরে একটি বিস্ফোরক ডিপো বলে আগুনের সূত্রপাত করেছে। আগুনের সুত্রপাত হয়ে বিস্ফোরন হয়।

 

 

উপরে