নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের
আসন্ন নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ আহ্বান জানান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
সঠিকভাবে, সুরক্ষিত ও নিরাপদে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন পেছনোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটে জালিয়াতি ও ভুল ফলাফল আসতে পারে।’
এর আগে, চলমান করোনা ভাইরাস মহামারিকালে জনগণের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় পোস্টাল ভোটিংয়ের পক্ষে মত দেয় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগ।
আরও পড়ুন: মাস্ক পরা নিয়ে মার্কিন স্পিকারের হুমকি!
এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘সর্বজনীন মেইল-ইন ভোটিং নভেম্বরের নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে ত্রুটিযুক্ত ও প্রতারণাপূর্ণ' নির্বাচনে পরিণত করবে এবং সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিব্রত অবস্থা।’
এর আগে এ মাসের শুরুতে দেশটির ছয়টি রাজ্য ক্যালিফোর্নিয়া, উটাহ, হাওয়াই, কলোর্যাডো, অরিগন ও ওয়াশিংটন আগামী নভেম্বরে 'অল-মেইল' ব্যালট ইলেকশন সমর্থনের পরিকল্পনা করেছিল।
সূত্র : ইত্তেফাক