ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩০ জুলাই, ২০২০ ১৪:৩১

করোনা:‌ ভারতে একদিনে মৃত্যু ও শনাক্তের ভয়াল রেকর্ড

অনলাইন ডেস্ক
করোনা:‌ ভারতে একদিনে মৃত্যু ও শনাক্তের ভয়াল রেকর্ড

ভারতে প্রায় প্রতিদিনই রেকর্ড হারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হচ্ছে। গত একদিনে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে । বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫২ হাজার ২১৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে ভারতে করোনায় মারা গেছেন আরো ৭৭৫ জন।

ভারতে এ পর্যন্ত ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ হাজার ৯৬৮ জন।

ভারতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখের বেশি মানুষ। এখনো করোনায় আক্রান্ত রয়েছেন ৫ লাখ ২৮ হাজার ২৪২ জন।

সর্বোচ্চ করোনা আক্রান্তের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

উপরে