ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ জুলাই, ২০২০ ১৪:২৫

ভয়াবহ বন্যায় আসামে মৃতের সংখ্যা ১০৪

অনলাইন ডেস্ক
ভয়াবহ বন্যায় আসামে মৃতের সংখ্যা ১০৪

গত বছরের মতো এই বছরও বন্যার ভয়াবহতা গ্রাস করেছে ভারতের আসামকে। ধীরে ধীরে পরিস্থিতি আরও অবনতির দিকে এগোচ্ছে। ২৪ টি জেলার প্রায় ২৫ লক্ষ মানুষ বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জন। ব্রহ্মপুত্র, ধানসিঁড়িসহ ৪টি নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।

আসামে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দি ২১ জেলার ২০ লাখ বাসিন্দা। ৪২ হাজার মানুষের ঠাঁই ২৩৬টি আশ্রয়কেন্দ্রে। এদিকে তলিয়ে আছে ১ লাখ হেক্টরের বেশি কৃষিজমি। নেপালে আবারও ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় বিহারে পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পানি কিছুটা সরলেও এখনও প্লাবিত ৭৫ শতাংশ।

 

উপরে