চীনে ফের রেকর্ড আক্রান্ত, বাড়ছে শঙ্কা
চীনে ফের বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। যা মধ্য এপ্রিলের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। বুধবার চীনের ন্যাশনাল স্বাস্থ্য কমিশন এই তথ্য জানিয়েছে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে দেশটিতে টানা পাঁচ দিন সংক্রমণ বেড়েছে। যা মঙ্গলবার সর্বোচ্চ।
সংবাদমাধ্যমটি জানায়, ৬ মার্চের পর দেশটিতে এই প্রথম একদিনে ১০০ জনের বেশি শনাক্ত হল। করোনার ফের পুনরুত্থান ঘটতে পারে বলে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আক্রান্ত ১০১ জনের মধ্যে ৮৯ জন শিনজিয়াং প্রদেশের, ৮ জন লিয়াওলিং এবং একজন বেইজিংয়ের।
শিনজিয়াং প্রদেশের আক্রান্ত ৮৯ জনের মধ্যে সবাই প্রদেশটির রাজধানী উরুমছি শহরের। শহরটিতে এখন পর্যন্ত ৩২০ জন করোনা শনাক্ত হয়েছে এবং ১৩৩ জন উপসর্গহীন করোনা রোগী। এছাড়া মোট ৯ হাজার ১২১ জন মেডিক্যাল তত্ত্বাবধানে রয়েছে। আল জাজিরা, গ্লোবাল টাইমস