ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ জুলাই, ২০২০ ১৭:৫৮

করোনা ভাইরাস আক্রান্ত ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
করোনা ভাইরাস আক্রান্ত ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

এ বার করোনা আক্রান্ত হলেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তাঁর লালারসের পরীক্ষার রিপোর্টে Covid-19 পজিটিভ পাওয়া গিয়েছে৷ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে শিবরাজ সিং চৌহানকে৷ তাঁকে ভর্তি করা হয়েছে ভোপালে চিরায়ু হাসপাতালে৷ খবর নিউজ১৮

নিজের শরীরে করোনা ভাইরাস পজিটিভ জানার পরেই, গত কয়েক দিন তাঁর সংস্পর্শে আসা প্রতিটি ব্যক্তিকে অবিলম্বে নমুনা পরীক্ষা করে কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দিয়েছেন৷   এ দিন একটি ট্যুইট করে শিবরাজ জানান, ‘আমার প্রিয় দেশবাসী, আমার করোনা উপসর্গ দেখা দিয়েছিল৷ টেস্ট করানোর পরে আসে করোনা পজিটিভ৷ আমি সব রকম গাইডলাইন মানছি ৷ নিজেকে কোয়ারেন্টাইন করেছি৷ ডাক্তারদের পরামর্শ মেনে চলছি৷’

আরও একটি ট্যুইটে তিনি লেখেন, ‘আমার রাজ্যের সকলের কাছে আমার আবেদন, সতর্ক থাকুন, একটু অসতর্ক হলেই করোনা হানা দিতে পারে শরীরে৷ আমিও ভাইরাসটি এড়িয়ে যাওয়ার জন্য যাবতীয় চেষ্টা করেছিলাম৷ কিন্তু নানা বিষয়ে আমার সঙ্গে মানুষ দেখা করেছে৷’

উপরে