১০০ দিন পর ভিয়েতনামে আবার করোনা
করোনাভাইরাস মোকাবিলায় সাফল্যের পরিচয় দেওয়া ভিয়েতনামে ১০০ দিন পর আবার সংক্রমণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটিতে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত ৫৭ বছর বয়সী ব্যক্তির বাড়ি মধ্য ভিয়েতনামের ড্যানাংয়ে। এটাকে ১৬ এপ্রিলের পর প্রথম কমিউনিটি সংক্রমণ হিসেবে দেখছে দেশটি।
এই নিয়ে ভিয়েতনামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৬ জনে। সবশেষ আক্রান্ত জনের সংস্পর্শে এসেছেন এমন ১০৫ জনের কভিড-১৯ টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নতুন আক্রান্ত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। শ্বাসকষ্ট থাকায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে।
বিশ্বের উন্নত ও ক্ষমতাধর অনেক দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, ভিয়েতনাম সেখানে অনেক সফল। সংক্রমণের শুরুতেই কঠিন লকডাউনসহ গণহারে টেস্ট কার্যক্রম চালায় দেশটি। করোনায় ভিয়েতনামে একজন মানুষেরও মৃত্যু হয়নি।