শক্তিশালী যুদ্ধবিমান তৈরি শুরু করল ইরান
সামরিক ক্ষমতা বাড়াতে শক্তিশালী যুদ্ধবিমান উৎপাদন শুরু করেছে ইরান। ইরানের বিমান বাহিনীর ডেপুটি কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি জানিয়েছেন, ইরানের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এরই মধ্যে শক্তিশালী যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে।
তিনি আরো জানান, এর আগে কাওসার যুদ্ধবিমান তৈরির সফলতাকে পুঁজি করে এবার শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পথে হাঁটা হচ্ছে। দেশের বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের ক্ষমতা বৃদ্ধিতে দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালের নভেম্বরে কাওসার যুদ্ধবিমান তৈরি শুরু করে ইরান। কাওসার যুদ্ধবিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করে দেশটি। যুদ্ধবিমানটি তৈরির প্রথম প্রেজেন্টেশনে সে দেশের প্রেসিডেন্ট হাসান রুহানি উপস্থিত ছিলেন।
যুদ্ধবিমানটির দু’টি ভার্সন রয়েছে; তার একটিতে ককপিট একটি এবং অন্যটিতে দু’টি। যেসব বিমানে দুটি ককপিট রয়েছে, সেগুলোতে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সূত্র : ডয়চে ভেলে