ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ জুলাই, ২০২০ ০০:১০

ঈদের আগে আমিরাতে ৫১৫ বন্দির মুক্তি

অনলাইন ডেস্ক
ঈদের আগে আমিরাতে ৫১৫ বন্দির মুক্তি

ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সাধারণ ক্ষমা পেয়েছেন ৫১৫ জন বন্দি।

আরব নিউজ জানিয়েছে, বন্দিদের মধ্যে যারা আর্থিক কারণে মুক্তি পাচ্ছিলেন না তাদের সমস্যাও দূর করা হয়েছে।

অপরাধীদের সাধারণ জীবনে ফেরাতে পবিত্র ঈদের মহিমা ছড়িয়ে দিতে আমিরাতে প্রতি বছর এভাবে ক্ষমা করা হয়।

অপরাধীরা যেন জেল থাকা ছাড়া পেয়ে সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই সুযোগও করে দেয়া হয়।

করোনার কারণে আমিরাতের প্রশাসন এবার বেশি উদারতা দেখাচ্ছে। অল্প অপরাধ করা বন্দিদের আগেই মুক্তি দেয়া হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ৫৮ হাজার ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫১ হাজার ২৩৫ জন সেরে উঠলেও মারা গেছেন ২৪৩ জন।

দেশটিতে এবার ঈদুল আজহা উপলক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের নামাজ জুমার নামাজের মতো বাড়িতে পড়তে বলা হয়েছে।

ঈদের ছুটি সরকারি ও প্রাইভেট সেক্টরে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে রবিবার (২ আগস্ট) পর্যন্ত চারদিন। ৩ আগস্ট সোমবার থেকে পুনরায় কর্মদিবস শুরু হবে।

 

উপরে