মার্কিন যুদ্ধবিমান ও ইরানি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা
ইরানের একটি যাত্রীবাহী ফ্লাইটের খুব কাছাকাছি চলে এসেছিল দুইটি মার্কিন যুদ্ধবিমান। বড় ধরনের সংঘর্ষ থেকে অল্পের জন্য রেহাই পেল ইরানি যাত্রী।
আল জাজিরা, মিডল ইস্ট আই, আরব নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
বৃহস্পতিবার সিরিয়ার আকাশসীমায় এই ঘটনা ঘটে। তবে ইরানি বিমানচালকের সাহসিকতা ও কৌশলী পদক্ষেপের কারণে এ সংঘর্ষ এড়ানো গেছে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দুইটি কাছাকাছি চলে আসলে ইরানি পাইলট দ্রুত বিমানের উচ্চতা পরিবর্তন করে ফেলে। এসময় বিমানের ভেতরে বেশ কয়েক যাত্রী আহত হন।
ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, একজন যাত্রীর মুখে রক্ত লেগে আছে।
যাত্রীবাহী বিমানের জানালা থেকে মার্কিন যুদ্ধবিমানও দেখা যায় ভিডিওটিতে। যাত্রীদেরই কেউ এই ভিডিও ধারণ করেন। সেসময় আতঙ্কে চিৎকার করতে শোনা যায় যাত্রীদের।
আইআরআইবি শুরুতে জানিয়েছিল, একটি ইসরায়েলি যুদ্ধবিমান যাত্রীবাহী ফ্লাইটটির কাছে চলে এসেছিল। পরবর্তীতে পাইলটের বরাত দিয়ে জানায়, যুদ্ধবিমান ছিল দুটি এবং সেগুলো যুক্তরাষ্ট্রের বলে শনাক্ত করা গেছে।