ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৪ জুলাই, ২০২০ ১২:২৮

করোনায় চীনে ‘সেক্স টয়’ রপ্তানি বেড়েছে

অনলাইন ডেস্ক
করোনায় চীনে ‘সেক্স টয়’ রপ্তানি বেড়েছে

প্রাণঘাতী মহামারি করোনার সময়ে অর্থনীতিতে চীনে অন্য খাতগুলোতে ধস নামলেও বিশেষ খেলনা পুতুলগুলো অর্থাৎ ‘সেক্স টয়’ প্রস্তুতকারকদের ব্যবসা বেড়েই চলেছে। গত বছরের ডিসেম্বরের তুলনায় এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের রপ্তানি পণ্যের বাজার অন্তত ১৭ দশমিক দুই শতাংশ কমে যায়। কিন্তু সেই সঙ্কট কাটিয়ে অর্থনীতি চাঙা করার চেষ্টা করছে চীন। অন্য বছরের তুলনায় গত দুই মাসেই সেক্স টয় রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ।

সানডংভিত্তিক সেক্স টয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবো টেকনোলজির সেলস ম্যানেজার ভায়োলেট ডু বলেছেন, চাহিদার কারণে এরই মধ্যে উৎপাদন বাড়ানো হয়েছে ২৫ শতাংশ। তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে, ফ্রান্স ও ইতালি সবচেয়ে বেশি পরিমাণে কিনছে। গত চার মাসে দেশগুলোতে চাহিদা অনেক বেড়ে গেছে। চাহিদা পূরণে কর্মীদের দুই শিফটে ভাগ করে কাজ করানো হচ্ছে। তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে মানুষজন বাইরে বের হতে পারছে না। সে কারণে সেক্স টয়-এর চাহিদা বাড়ছে। আরেক প্রতিষ্ঠান আইবেই মাসে অন্তত দেড় হাজার সেক্স টয় তৈরি করে। দুই হাজার দু’শ ইয়ান থেকে তিন হাজার ছয়শ পর্যন্ত সেগুলোর দাম। প্রতিষ্ঠানটির প্রধান জানান, আমাদের দেশের মানুষরা কিছুটা রক্ষণশীল। সে কারণে রপ্তানির টার্গেটে এসব সেক্স টয় তৈরি করা হয়।

উপরে