বিশ্বজুড়ে দেড় কোটি পার হলো করোনা আক্রান্তের সংখ্যা
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে আবার নতুন রেকর্ড তৈরি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় এই মরণঘাতী ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৮ হাজারের বেশি। এদিকে বেড়েছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ৭ হাজার ১১৩ জন মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ১৩৮ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭১ হাজার জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৯৩ লাখ ৪৮ হাজার ৭৬১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ২৯৩ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৩১ হাজার। করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এক হাজার ২০৫ জনের মৃত্যু দেখলো। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসজনিত কারণে এক লাখ ৪৬ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট ৪১ লাখের বেশি সংক্রমিত। এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। এদিন রেকর্ড এক হাজার ১২০ জনের মৃত্যু দেখেছে দেশটি। মেক্সিকো মারা গেছে ৮১৫ জন। এদিকে দক্ষিণ আফ্রিকায় গত ২৪ ঘণ্টায় ৫৭২ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।