হাজিদের কোয়ারেন্টাইন দিয়ে কার্যক্রম শুরু হজের
বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে মহামারি হতে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। চলতি বছরে সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের মাত্র ১০ হাজার হাজি অংশগ্রহণ করতে পারবেন।
নির্বাচিত হাজিদের কোয়ারেন্টাইন অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২০ সালের হজ কার্যক্রম। গত রবিবার থেকে তাদের সাত দিনের কোয়ারেন্টাইন শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষে হাজিরা হজের মূল কার্যক্রমে অংশ নিতে পারবেন। ১০ হাজার হাজির মধ্যে ৭০ শতাংশ সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক। বিদেশি কোটায় ২০২০ সালের হজ কার্যক্রমে ১৬০ দেশের নাগরিক অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। হজে অংশগ্রহণকারীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ কার্যক্রমে অংশ নিতে হবে এবং হজ শেষেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সূত্র : আরব নিউজ।